মাহবুব তারেক
২৭ সেপ্টেম্বর, ২০১৯, জাপান।



কখনো বিষাদ ছেয়ে গেলে মন


একে নিও রংধনু রং বিকেল  ।


শ্রাবনের মেঘ ভালোবেসে হেঁটে যেও মেঠো পথ গ্রাম ।


বৈরাগী বৃক্ষের পাতাহীন শাখাকেও


কাছে টেনে নিও পরম আদরে •••


প্রেমহীন মানুষটিকেও ভালোবেসো শর্তহীন ।


কষ্ট  যদি পেয়ে থাকো পরিমাপহীন •••


বনবৃক্ষের কাছে চেয়ে নিও ঘন সবুজ  রাত কিংবা জোঁছনা জোনাকি।


সমুদ্র জলকুলি রোদ দুপুর, আরশোলা রং গূধোলী, ঝাউবন সন্ধ্যা অবিরাম ডাকবে তোমায় ..