১৮ সেপ্টেম্বর ২০১৩, রোম, ইতালি।


এক অশ্রুময় ঐন্দ্রজালিক প্রেম পেয়েছিলো আমায়।
আমি ভালোবেসে ছিলাম নরম নদীর গভীর খাদ নির্জন সন্ধ্যায়,
আর তুমি ভালোবেসে ছিলে এক দেবদারু ছায়াকে নিঃসঙ্গ দুপরে।  
আমি ছুঁয়েছিলাম নদীর প্রবাহমান জল,পলি ও সবুজ ঘাস।
তুমি ছুঁয়ে ছিলে উত্তপ্ত বালি, নুড়ি ও পাথর।
তোমাকে ঘিরে ছিল কষ্টের নীল শাড়ি,
অথবা তীব্র যাতনা রাশি রাশি •••
আমাকে ঘিরে ছিল বিমর্ষ নির্জনতার দুঃসহ দহন ।


চেরি  ফুল উৎসবের রঙিন দিনগুলোতে
তুমি  ছিলে ভীষণ একা।  
আমি দূরের কোনো দ্বীপে নোঙ্গর করা
জাহাজের যাত্রীর মতো অপেক্ষয়মান থেকেছি।  


আমার দুঃখবোধ গুলো তুমি ভালোবেসে নাম দিয়েছিলে•••
কোনটির নাম নিঃসঙ্গতা,
কোনোটির নাম বিরহ -ব্যাথা,
কোনটির নাম ব্যাকুলতা,
কোনটির নাম যৌথ উল্লাস,
আবার কোনটি নামহীন, গোত্ৰহীন যন্ত্রনা।  


কোনো এক ভোরের প্রার্থনা সভায় তুমি বলেছিলে,
বিরহের প্রকৃতিজ আবেদনই আকুতি  
আকুতি আছে বলেই আমরা আজ ও বেঁচে আছি।  
আর নিঃসঙ্গতার ভিতর বেঁচে আছে -নির্জনতা শত শত বছর•••