জানুয়ারী ১, ১৯৯৭
(বন্ধু মিতুর জন্যে)

তোমার জন্যে রেল লাইন ধরে ফরিদাবাদ,
তোমার জন্যে পার্থের সাথে ঝগড়াবিবাদ।

তোমার জন্যে জমিয়ে রাখা
খুচরো পয়সায় ক্যাসেট কিনা,
তোমার সাথেই বইমেলা।

তোমার সাথে কবিতা আবৃত্তি,
তোমার জন্যে মনন বৃদ্ধি।

তোমার সাথে নৌকা ভ্রমণ,
তোমার সাথে পূজা পার্বন।

তোমার সাথে নদীর জলে,
পদ্ম তুলে শপিংমলে ।  

তোমার জন্যে পরিপাটি,
তোমার জন্যে সুগন্ধি ।

তোমার সাথে মনমালিন্য,
তোমার সাথেই মিলানন্দ।

তোমার সাথে খেতে যাওয়া চানা মুড়ি,
তোমার সাথেই ঘোরাঘুরি।

তোমার সাথেই দেখতে যাওয়া চলচিত্র,
তোমার সাথেই চারুমিত্র।

তোমার সাথেই যত্রতত্র।
তোমার সাথেই বন্ধুত্ব।