৪ অগাস্ট ২০১১, কচি, জাপান ।


তুমি চলেগেছো  বলে,
নিবিড় সময়, অফুরন্ত বিকেল
ব্যাস্ততা হারিয়েছে জীবনের অলিগলি
আমার সাজানো তাতামি এলোমেলো অথবা শূন্য •••
ফেরা হয় না আর ঘরে।


কোথায় হারালো খুনসুঁটি রাত, হানাবি চাঁদ
প্রজ্জলিত জোনাকির আলো?
সবুজ ধানের সোনালী ফসল মুহ্যমান কাতরতায়,
নতজানু হয়ে আছে।  
পাখিদের মৌন মিছিল। সুনসান নীরবতা।
অভিমান করে সমুদ্রের ঢেউগুলো ফিরছেনা আর তীরে।
লাইব্রেরির সমস্ত বই থেকে উবে গেছে শব্দমালা।


তুমি চলে গেছ বলে ….
উদাসীন সমতট, হিমশীতল গঙ্গাজল,
ভেঙে পরে উদীয়মান কাঞ্চনজঙ্গা ও কুতুব মিনার।


তুমি চলে গেছো বলে…
হারিয়ে গেছে ব্যস্ত নগরীর কোলাহল
বদলে গেছে জীবন ধারা।