যন্ত্রনা - এক


তুমি আমার কষ্ট হবে একদিন, আর আমি তোমার যন্ত্রনা ।
কোনো কোনো মধ্য রাতে, তোমার ঘুম ভেঙে যাবে,
তুমি তোমার বিছানা, চাঁদর ছুঁড়ে ফেলে  
তুমি এসে দাঁড়াবে তোমার প্রিয় বেলকনিতে ।
শুকনো কাপড়, ফুলের টব সরিয়ে
তাকাবে আঁকাশের দিকে......
আঁকাশের প্রজ্জ্বলিত তাঁরারা মনে করিয়ে দিবে,
তোমার বুকের গভীরে রাখা সেই সব কথা,
যে গুলো তুমি বলতে চেয়েও, বলতে পারনি,
অসম্ভব একটা বোবা ঝন্ত্রণা তোমায়  রাখবে ঘিরে ।


ঠিক তেমনি,
আমার ও কোনো কোনো ধূসর রং বিকেল দেখে
মনে পড়ে যাবে,
এই রকম বিকেলেই একজন নারীকে ভালোবেসে
কতগুলো কষ্ট কিনেছিলুম ।