আমার যাপিত জীবন হয়তো বদলে গেছে
আমি জাগতিক মোহ থেকে নিজেকে গুছিয়ে নিয়েছি ।
আমা হতে বিলীন হয়ে গেছে লোভের অংকুরিত বীজ।
আমাকে এখন আর সংক্ষুব্ধ করে না বেতাল বিধ্বংসী কোনো তান্ডব।
বরং নিজেকে ঘুটিয়ে রাখি ।


আমার ক্রিয়া ও প্রতিক্রিয়ার মাঝে
প্রাপ্তি-অপ্রাপ্তির মাঝে যথেষ্ট তাৎপর্যপূর্ণ
পার্থক্য নেই বলে,
লোলুপতার বৃত্তায়ন থাকে বেরিয়ে
নরম রোদে হেটে যাই মানব জমিন।
আমাকে ভালোবেসে যায় অন্য শরীর
চুমু খায় ভোরের শিশির ও  প্রভাতের আলো।