২২ ফেব্রুয়ারী ২০২০


ভীষণ একটা বাজে সময় যাচ্ছে,
প্রতারিত হচ্ছে মানুষ,
মেজাজ হারিয়ে যাচ্ছে যখন তখন ।
বাসে, ট্রামে, ট্রেনে, লঞ্চে কিংবা ইস্টিমারে
শুধু প্রতারিত মানুষের মুখ ।
ধর্ষিতা কোনো বোনের গগন বিধারি আত্নচিৎস্কার •••
শকুন ও হায়েনাদের ভয়াল অট্টহাসি ও আস্ফালন ।


এ কোন মাতৃভমি আমার ?


রাজপথে ম্রিয়মান মানুষের শোকার্থ মিছিল ।


কোথায় হারালো ৫২, ৬৬,৭১ কিংবা ৯০


আমরা কি ভূলে গেছি আমাদের সোনালী অতীত ।
গর্জে ওঠা সেই সব শহীদের,
যাদের রক্ততে স্নাত আমাদের এই পবিত্র মাতৃভূমি ।


জাগে উঠো রাজপথ ।
জেগে উঠুক প্রতিটি নাম জানা ও অজানা লতা, তরু ও ফুল, জেগে উঠুক প্রতিটি পাখি সুতীব্র কোলাহলে,
জেগে উঠো ছাত্র, জনতা ও শ্রমিক ।
প্রেমিকরা ফিরে আসুক প্রেমিকাকে চুম্বন করে,
বজ্র হাতে এই রাজপথে ।