আমার নিঃসঙ্গতার ভিতর কোনো শৈশব নেই •••••
ফেলে আসা মেঠো পথ, ধুলো ও কাগজ হারিয়েছে সৃতির সোনালী গহ্বরে।
হিজল ছায়া, বৃস্টি জলকণা ছোঁয়া দুপুর কোথায় হারালো ?
পড়ন্ত বিকেলের আলোয় সোনালী ফসলের মাঠ আর নাচে না সাঁওতালি ছন্দে।
আবির রাঙা সন্ধ্যে হাতে রাখা হাত এখন অতীতের ফসিল।
খুঁজে ফিরি ফেলে আসা জোছনা রাত, গ্রাম ও জনপদ।


আমার নিঃসঙ্গতার ভিতর এখন আর কোনো জোছনা রাত নেই, জোনাকির আলো নেই।