কচি, জাপান
জানুয়ারী ২, ২০১২


আমি আর আমার অস্তিত্বই অনুভব করিনা
বিষাদ গুলোকে গ্রাস করছি প্রতিনিয়ত।
কষ্টের তীব্রতায় ফেলে আসা অতীত ধূসর অথবা বর্ণহীন।  
কখনো কখনো মনে হয় সুখ স্মৃতি গুলো এন্টাগোনিস্টিক রিদমে বিট করে বলে,
কষ্টের তীব্রতার প্রতি রয়েছে প্রচণ্ড সাসেপটাবিলিটি।


আমি আর এখন আমার অস্তিত্বকে অনুভব করিনা ..
নগ্ন পদে লজিক বিহীন পদ যাত্রায়  আমিও সামিল হই প্রখর খরায়।
বসন্তের রং উবে গেলে মলিন বৃক্ষের মরা ছায়া তাকিয়ে থাকে অস্তিত্বহীন এই  আমার দিকে।
কষ্টের মিছিল আরও দীর্ঘতর হয়।