ঢাকা ,জানুয়ারী ১, ২০০০


লাইব্রেরির সিঁড়িতে,
হলুদ শাড়িতে বিমূর্ত  তুমি ছিলে দাঁড়িয়ে
তোমাকে দেখে আমার সবুজ হৃদয় গিয়েছিলো হারিয়ে
তুমি  রেখে গেছো  এক অমোচনীয়  ছাপ
জানিনা,  কখন যে বেড়ে গেল হৃদপিন্ডের  চাপ।


আমার কল্পনাতে জেগেছিলো মধ্যে প্রহরের রাত
তুমি  তখনই বাড়িয়ে দিলে তোমারই দুহাত।


তুমি প্রতিনিয়ত নিজেকে নিচ্ছ জড়িয়ে জোছনার  আলো
আলোর মুগ্ধতায় তোমার শরীরে নানান  সব
গুপ্ত ধনের আনাগুনা
খুঁজতে যাবো •••••
তৈরী হচ্ছি এখনই
ডাকবে তুমি য্খনই।


জীবনের  একটা  অংশ জুড়ে তুমি যখন এলে
বিছিয়ে  দিয়েছিলে  তোমার  আঁচলের শান্ত শীতল আদর
তুমি বুনেছিলে  অফুরন্ত লম্বা এক প্রেমের চাদর।


তোমাকে ভালোবেসে হেঁটে গেছি  বহুদূর
রাজপথ, মেঠোপথ গ্রাম ,কাশফুল পেরিয়ে ,
ঘাসফুল মাড়িয়ে, বৃষ্টিভেজা দুপুর,
এখনো হৃদয়ের গভীরে বাজে  রিনিঝিনি তোমারই নুপুর।


তারপর পেরিয়েছে অনেকটা বিকেল
কোনো এক পড়ন্ত বিকেলে •••
আবার  সেই লাইব্রেরিতে আসা
পুরাতন বই খোঁজতেই তোমাকে মনে পড়ে
পুরাতন মলাটের গন্ধ শুঁকে শুকে
তোমাকে বুঝানো ফাইকোলোজি কিংবা  মাইকোলোজির কথা মনে আছে ?
মনে থাকার কথা নয় , কারণ এতো দিনে তুমি ভুলে গেছো “মিথোজীবীতার” মানে কি ।


চাঞ্চল্য হারিয়ে, রাত্রি জাগরণের একান্ত সঙ্গী এখন  ফেলে আসা স্মৃতি, পুরানো  শহরের  অলিগালি, হারিয়ে যাওয়া সেই  মুখ অবয়ব -
সবশেষে পরে থাকে শুধু ধন্যবাদ আর এক মুঠো  দীর্ঘশ্বাস  ••••