১২ জুলাই ২০২০, এডমন্টন, কানাডা।


এক শরৎ সন্ধ্যায়,
তুমি সেজে ছিলে নীল অথবা সবুজের কাছাকাছি শাড়িতে,
মনে হচ্ছিলো তুমি আকাশের নীলিমা থেকে নীল ছুঁয়ে এসেছো,
আর অবারিত ফসলের মাঠ থেকে কুড়িয়েছ সবুজ।


রাতের আঁধারকে পিছনে ফেলে
তুমি মেতেছিলে আকাশের তাঁরাদের নিয়ে।
দূরের ধান ক্ষেত থেকে ভেসে আসা ডাহুকের ডাকে
অদ্ভুদ এক বোধ জেগে ছিল।
তোমাকে ভালোবেসে ছিল জোনাকির আলো,  
অথবা মৃত্তিকার ভ্রূণমূল থেকে উঠে আসা সবুজ ঘাস।
জোনাকির প্রজ্বলিত আলোরা
তোমাতে নিমজ্জমান দুঃখ গুলো সরিয়ে দিয়ে
ফিরিয়ে ছিল সুখকর এক রোমাঞ্চিত রাত।  


এই রকম রোমাঞ্চকর রাতেই
তোমাকে ভালোবেসে নিঃস্ব হওয়া।
তোমাকে ভালোবেসে হারিয়েছি
সংঘবদ্ধ সত্ত্বার সব সীমানা প্রাচীর।
ভালোবেসে বেসে তোমাতেই বিলীন।
আমার আর ফেরা হয়নি অন্য কোথাও।
আমার আর ফেরা হয় না অন্য কোথাও।