মাহবুব তারেক
২০ ফেব্রুয়ারী ২০০৯, কচি, জাপান।


সময় ...
সময় চলে গেছে ,
সময় চলে যায় ।


আজকাল কি যে হয়েছে ...
ঘুমের ভিতর, স্বপ্নের ভিতর
অতীত স্মৃতির সব জলছবি এসে চেঁপে বসে ।
স্মৃতি ও বিস্মৃতির মাঝে অনেকটা সময় কেটেগেছে ।
কখনো ইউরোপে, কখনো আমেরিকা, কখনো এশিয়া, কখনো সাউথ আফ্রিকায়,
পাহাড় আর সমুদ্রের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দেখে সময় চলে গেছে ..


বন বৃক্ষের মায়ায় সময় চলে গেছে,
ফসলি জমিনের সাথে নাঙ্গলের ফলার প্রেম,
মৃত্তিকার ভ্রূণমূলে, সবুজ ধানের কীটে, ঘাসের শিশিরে ...
সবুজের সারি সারি ঢেউ, রাখালের রাখে যাওয়া মেঠোসুর সন্ধ্যা,
দিগন্তের ওই রেখায় মিশে যাওয়া নীল আঁকাশ ছুতে চেয়ে
সময় চলে গেছে ...


পুরাতন নগরের শীর্ণ জনপদ, অনগ্রসর
ক্ষুদ্র জাতিস্বত্বার জীর্ণ কুঠিরে সময় কেটে গেছে।


দিন বদলের স্বপ্নে বিভোর, লাল পতাকা মিছিলে, স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথে, গণমানুষের কবিতায় ও গানে, সময় ও অসময়ে সাহসী সব দেয়াল লিখনিতে
সময় চলে গেছে ...


নারী ও নদীর গভীরে কেটেগেছে সময়,
আল্লাদিত প্রেমিকার, ফাগুনী রাতে জোছনার রং মেখে, ভালোবেসে সর্বসান্ত হতে হতে দিন কেটে গেছে।


যে জীবন আমরা ফেলে এসেছি
সে জীবন নস্টালজিয়া সেটে দেয়।
সে জীবন নস্টালজিয়া সেটে দেয়…