মাহবুব তারেক
১৯ সেপ্টেম্বর ১৯৯৬, ঢাকা, বাংলাদেশ ।


তোমার চোঁখ আমার মুখাপেক্ষী হলে
তোমার চোঁখের সীমানায় খুঁজি
আমার বন্দর, নোঙ্গর করা জাহাজ,
নাবিক ও পুরাতন সব যন্ত্রপাতি।
তোমার চোখের সমুদ্র জলে
শেষ বিকেলের অস্ত যাওয়া সূর্য্যের প্রতিচ্ছবি
লাল অগ্নিস্ফুলিঙ্গ, রক্ত গোলাপের পাপড়ি ।


তোমার চোঁখ আমার মুখাপেক্ষী হলে
সবুজ ঘাস শিশির বিন্দুর সাথে খেলা  করে
প্রভাতের  আলো।


আমি তোমার চোঁখের সীমানা দখল করার চেষ্টা করি,
অজস্র জলপাই রং সাঁজোয়াযান তেড়ে আসে বুনো
নেকড়েদের মতো।
আমি ভয় ও ত্রাসের সমান্তরাল রেখাকে ভেঙে দিয়ে সাহসী হয়ে উঠি।