৮ ফেব্রুয়ারী ২০১২
লামবির হিল ন্যাশনাল পার্ক, মিরি, মালয়েশিয়া।


তোমাকে ভুলে থেকে,
নদীর স্রোতকে ভালোবাসি।
কাঁশফুলের শুভ্রতা, বনফুলের আশ্চর্য সুন্দর সরলতাকে ও ।


তোমাকে মন থাকে সরিয়ে দিয়ে,
রাত জাগা পাখির ডাক, জোনাকীর আলো,
দূরের বাতিঘরকে কাছে টেনে নেই।


তোমাকে মন থেকে মুছে ফেলে,
প্রতিস্থাপন করি কল্পনার বসতবাড়ি,
কল্পনা বসবাস দীর্ঘায়িত হলে,
প্রকৃতি ও কবিতা পরিপূরক হলে,
পরে থাকে বিষাদ ও কষ্ট।


কষ্টকে ফেরিওলার কাছে বন্ধক রেখে,
সদাই করি সুখ।
সুখকে সাথী করে নদীর জলে জোছনা স্নান।
জোছনাকে ভালোবেসে, ঘরে ফিরি ...
ঘরে ফিরে দেখি,
আমার বালিশে তোমার ছোঁয়া,
আমার চাঁদরে তোমার আলিঙ্গন।