আমার পৃথিবী আজ বড় ভালবাসাহীন।
কারো কাছে হয়নি জমা,
আমার তরে মায়া আর ভালবাসার সঞ্চয়।
যতবার খুঁজে ফিরেছি আপনার জন।
বিনিময়ে পেয়েছি কষ্টের ক্লেদ, অপমান
অযুত নিযুত তীর্যক কথার বাণ,
আর বেদনায় ভরা সাত কাহন।
চলতি পথে কাছে আসে, পাশে বসে,
হাত ছোঁয়ায় আমার ভালবাসায়।
প্রয়োজন ফুরিয়ে গেলে এক লহমায়
সব ভূলে যায়,
তাদের আঘাতে হৃদপিন্ড ঝাঁঝরা হয়ে যায়,
ছুড়ে ফেলে আস্তাকুঁড়ের নর্দমায়।
অলীক মোহের বিভ্রমে আমার,
কেটে গেল জীবনের প্রহর,
বেলা শেষে আজ বড় একলা আমি।
নীরব কান্নার সাক্ষী শুধু আমার অন্তর্যামী।
চন্দ্রাহত জোৎস্নায় চাঁদ ডুবে যায়,
আঁধারে ঢাকা রাতের আকাশ তারাময়।
রাত্রির অন্ধকার ঘরে নির্জন বাস,
সঙ্গী শুধু আমি আর আমার নিঃশ্বাস।
বড় বিষাদে ভরা আমার পৃথিবীর প্রান্তর।
আমার নির্বাসন আজ আমার অভিমানের ভিতর।