তোমার প্রণয়ের আলাপনে সময়ের আবর্তে আমার
বিমূর্ত ভালবাসার প্রহরগুলো প্রান ফিরে পায়।
নব যৌবনের মত অমোঘ প্রেমের ছোঁয়ায়
আমার অভিলাসী মনও তোমার পানে ছুটে যায়।
নির্জন গভীর রাত্রিতে বাসরের আয়োজনে অনুভবে তোমার স্পর্শে তন্দ্রাঘোরে খুঁজি তোমায়।
গাঙচিলের মত মনটা আমার
তোমার ভালবাসার আকাশে উড়ে যেতে চায়।
প্রণয়িনীর মত ভালবেসে যাব তোমায়, যুগযুগান্তরের পথে আমার পুরোটা জুড়ে।
অভিমানের দাহনে হৃদয় পুড়ে
কষ্টেরা হাহাকার করে
বসন্তের ছোঁয়ায় কৃষ্ণচূড়া পলাশের রক্তিমতায়
প্রেমাসক্ত হৃদয় আমার তোমাতে বিভোর হতে চায়।
কেন এতো ভালবাসি তোমায় এর কোন ব্যাখ্যা
আমার জানা নাই,
সর্বনাশা খরস্রোতা নদীর মত ভালবাসার জোয়ারে
নিজেকে হারাতে মন চায়।
কুহকের মত মায়াবী ইন্দ্রজালে তোমার প্রেয়সী হয়ে
থাকব জড়িয়ে প্রেমের ফল্গুধারায়।
বিরহের কুহেলিকা সরিয়ে শিশির ভেজা ভোরে
চাতকের মত তৃষা লয়ে তৃষিত অধর সিক্ত হবে
তোমার ভালবাসার উষ্ণতায়।