বাংলাদেশের জন্ম ১৯৭১ ১৬ই ডিসেম্বর।
জয়ের উৎসবে মাতোয়ারা বাংলার প্রান্তর।


ইতিহাসের স্বরণে


৭ই মার্চের ভাষনে বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বানে,
সেক্টর কমান্ডারদের শাণিত দেশপ্রেমের টানে,
বাঙ্গালী বীর জনতার উত্থানে,
বাংলার সুর্য সন্তানদের জীবনের দামে,
পৃথিবীর বুকে বাংলাদেশের অভ্যূদয়।
বাংলাদেশীরা আনল ছিনিয়ে স্বাধীন পরিচয়।
লাঞ্জিত মা বোনের কান্নায় পেলাম যে স্বাধীনতা,
আজও বাংলার বুকে নারীদের নেই কোন নিরাপত্তা
বুটের আওয়াজ, জমাট রক্ত,স্বজন হারানোর বেদনাতে অর্জিত স্বাধীন স্বদেশ।
আজি ক্ষমতার পালাবদলে আমজনতা নিঃশেষ।
ফেরেববাজদের ছলচাতুরী,মিথ্যাকথার ফুলঝুরি,
শ্বাস ওরা সব খাবে শুঁষে আঁটি খাবে ভুখারী।
বাঙ্গালীর রক্তপিয়ে ওরা টাকার পাহাড় গড়ে,
সুরা পানে মত্ত ওরা ভোগের বেসাতি করে,
পাশবিকতার মহড়া চালায় ক্ষুধিত শ্বাপদ।
বাংলার মাটি এখনও হয়নি নিরাপদ।