আমি এক বীরাঙ্গনার কথা বলছি,
পরাধীনতার শিকলে বন্দি বাংলার স্বাধীনতায়,
হায়নার কবলে পড়ে সে তার সর্বস্ব হারায়।


প্রতি রজনীতে শকুনের নখরে হত ক্ষত বিক্ষত,
বেদনার বিষের জ্বালায় হত দংশিত,
বেঁচে থেকেও সে এক জীবন্ত লাশ
নিজের চোখে দেখেছে সে নিজের সর্বনাশ।
ফুল তোলা শাড়ি লাল গোলাপে বাসর হয়নি তার
পায়নি আপন ঘর আপন সংসার।


শরীরে ধারন করছে  অবাঞ্চিত প্রান
কে দেবে পরিচয় কে করিবে সন্মান
আমরা পেয়েছি স্বাধীনতার স্বাদ।
সে হারিয়ে ফেলেছে তার জীবনের সব উচ্ছাস।
সংসার সমাজ থেকে সে আজ বনবাসিনী
ক্ষুধাতুর মুখে দু বেলা অন্ন জোটেনি।


স্যালুট সন্মান পতাকার গাড়ি কিছুই পায়নি সে
বীর তুুমি মৃত্যুর কাছে হার মানিলে অবশেষে।