জল ঝরিছে অনিবার।
মাঠ ঘাট সব ফাঁকা
কোথাও কেউ নাহি আর।
শতদল ফুটিছে খালে বিলে
নদীর দু কূল ভরিছে জলে।
বর্ষার আগমনে কদমের ঘ্রাণে
বৃষ্টি ঝরিছে মেঘের অভিমানে।
ঘন ঘন ডাকিছে দেয়া
বনের আড়ালে ফুটিছে কেয়া।
পৃথিবীর যত পাপ তাপ
বৃ ষ্টির নোনা জলে সব ধুয়ে যাক।