এসেছে ২১শে ফেব্রুয়ারী,
সমবেত সকলের সাথে ফুল হাতে
আমিও চলেছি শহীদ মিনারের পথে।
যেতে যেতে মনে পড়ে যায়,
বায়ান্ন সালের কথা।
এই বঙ্গীয় বদ্বীপে সেদিন রচিত হল
মর্মান্তিক শোকগাঁথা।


জালিমের বন্দুকের গুলিতে রাতের আধার ছিঁড়ে
বিপ্লবী জনতা হল ক্ষত বিক্ষত।
রক্ত দিয়ে প্রতিটি বাঙ্গালী হৃদয়ে
একেঁছিল ভাষার প্রচ্ছদ।
শত বছরের সংগ্রাম শেষে ভাষাকে ছিনিয়ে
বাঙ্গালী হাঁটে স্বাধিকারের পথে।
দীপ্ত শ্লোগানে মুখরিত জনতা গণঅভ্যুত্থান
মাড়িয়ে আসাদের রক্তমাখা শার্ট হাতে।
বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে রচিত হল কবিতাখানি,
"এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম"
বাংলার সবুজ ডাঙ্গায় শহীদের রক্তের নদী
মিশে হল স্বাধীন বঙ্গভুমি।
অথচ, আজ একুশের চেতনা হারিয়ে ফেলেছি
আমাদের অস্তিত্ব থেকে।
তাই রক্তপাত, লোভ আর লালসা বাস করে
বিভ্রান্ত সময়ের স্রোতে।
লাশ গুম হয়ে যায়,
কোটি কোটি টাকা পাচার হয়ে যায়।
এখন, মানুষের ভিতরের মানুষগুলোর
জেগে উঠার হয়েছে সময়।