হে রহিম রহমান
তোমারি কাছে করি এই মোনাজাত
শেষ বিচারে পাই যেন আমি রাসুলের(সাঃ)শাফায়াত।
তারে ছাড়া কেমনে হবো পার কঠিন পুলসিরাত।
বিচার দিনে পানির পিপাসায় উম্মতেরা করিবে ছটপট,
রাসুল(সাঃ)যাবেন ছুটে হাউজে কাউসারের নিকট,
কাউসারের পানিতে সব তৃষ্ণা যাবে মিটে।
মিযানের পাল্লার কাছে যাবেন রাসুল(সাঃ) ছুটে,
ডান পাল্লা থেকে যখন বাম পাল্লা ভারী হয়,
ওনার কাছে সেই উম্মতের যে দরুদ জমা হয়,
দরুদগুলো পৌছে দেন ডান পাল্লায়,
আল্লাহ পাকের মেহেরবানীতে সেই উম্মত পার পেয়ে যায়।
কিয়ামতের দিনে মাকামে মাহমুদের কাছে
পাতা রয়েছে রাসুলের(সাঃ)আসন।
সেদিন উম্মতের লাগি চক্ষু মোবারকে
হবে অশ্রু বর্ষন।
আল্লাহপাক বলিবেন,ইয়া রাসুল(সাঃ) আপনি বসুন
উনি বলবেন,আমি বসবো না
আল্লাহপাক বলিবেন,ইয়া রাসুল(সাঃ)জান্নাতে যান
উনি বলবেন,আমি যাবো না
আল্লাহপাক বলিবেন,জান্নাতের পোশাক পড়ুন
উনি বলবেন, আমি পড়বো না
আল্লাহ পাক বলিবেন,বোরাকে উঠুন
উনি বলবেন,আমি উঠবো না
কাঁদিতে কাঁদিতে বলিবেন রাসুল(সাঃ)
আমি চলে গেলে মালিক আমার উম্মতের কি হবে?
আমি ছাড়া এই বিচারের দিনে উম্মতের
কে আপন হবে
আসুন সবে রাসুলকে(সাঃ)ভালবেসে বেশী
করে দরুদ পড়ি।
উনার আদর্শে সুন্দর জীবন গড়ি।
আল্লাহ পাকের সৃষ্টি জগতের সেরা সৃষ্টি
প্রিয় নবী মুহাম্মদ(সাঃ)সালাম।
বিচারদিনে পাই যেন উনার শাফায়াত
কবুল করো আমার মালিক রহিম রহমান।