একসাথে থাকবো বলে বেঁধেছি গাঁটছড়া
আমাদের দুজনার ছিলো সংসারী হবার তাড়া
এক চিলতে বারান্দা,ছোট দুরুমের বাসা,
ভাড়া নিলাম আমরা দুজন ভালবাসায় ঠাসা।
জানিনা তো এখনও কোনো ঘর গৃহস্থালী,
শহরতলীর বুকে এঁদো কাঁদার গলি।
ভালবাসার ছোঁয়ায় সাজানো আমাদের বসতি,
আনন্দ খুনসুটিতে কাটে দিবস রাতি।
সাঁঝের বেলা নীড়ে ফেরার তরে,
অফিস ফেরত ট্রাফিক জ্যামের ভীড়ে,
সারাদিনের ক্লান্তি আর বাসের ধোঁয়ায়,
মিলে মিশে একাকার দুটি দেহের ছায়।
তবুও যেন ছিলো মোদের উপচে পড়া সুখ,
জীবনে ঝড়ঝঞ্জা যতই আসুক,
আমরা দুজন ঠিক সামলে নিবো
অনন্তকাল প্রণয়ের জোয়ারে ভাসবো।