পাহাড়িয়া গ্রামেযাব আয়,
শাল মহুলের গন্ধ মাখি গায়,
বাশির সুরে মাদল বাজে ঐ,
চলনা হিজল বনে যাই,
আজ তুই হবি শ্যাম আমি হব রাই।
ফুলের মালা গাঁথি হেথায়,
বৈঁচি মালা পরি গলায়,
আলতা পরি রাংগা পায়,
সখারে তোরে খুঁজে বেড়াই,
আজ তুই হবি শ্যাম আমি হব রাই।
পাহাড়ে ভ্রমর বেড়ায় গুনগুনিয়ে,
সোনারোদ উঠে ঝিলমিলিয়ে,
বসন্তে মোর মন উদাস হয়,
তন্দ্রাহারা নয়ন দুটি তোরে খুঁজে বেড়ায়,
আজ তুই হবি শ্যাম আমি হব রাই।
পাহাড়ের ঢালে ঢালে,
জুমের ফসল দোলে,
আনন্দেতে আত্নহারা,
নাচে গানে পাহাড় মাতোয়ারা,
সখারে তোরে কোথায় পাই,
আজ তুই হবি শ্যাম আমি হব রাই।