দুই যুগ পর তোমার সাথে আবার হল দেখা।
গড়নে আগের মতই একহারা,
ডাগর কালো চোখে আঁকা কাজল রেখা,
তুমি সৃষ্টিকর্তার নিপুন হাতে গড়া।
বিশ্ববিদ্যালয়ে প্রথম দিনেই তোমার সাথে আমার পরিচয়,
টোল পড়া রক্তিম গালে,মন মাতানো হাসিতে হতে মোহময়।
রাত্রির অস্তচাঁদের শেষ প্রহরে যখন ঘুম ভেঙ্গে যায়
তুমি হঠাৎ এসে পড় মোর ভাবনায়।
শাওনের মেঘের মত দীঘল কালো চুলে অপরূপা লাগে তোমায়।
ধরণীর বুকে কত দেশ,  জনপদে মাইলের পর মাইল হেটেছি,
কত অপ্সরী ললনাদের দেখেছি,
আজও ভুলিনি তোমায়,
তুমি বসত কর মোর কল্পনায়।
কুয়াশার চাদর সরে যায় বাতাসে,
শীতের ঝরা পাতা পড়ে ঘাসে,
ক্লাসের ফাঁকে মুখোমুখি বসিতাম ঘাসের ফরাশে
শিহরিত হতাম হঠাৎ তোমার একটু স্পর্শে।
আমি নির্নিমেষ থাকিতাম চেয়ে তোমার মুখটিপানে
তুমি বুঝতে কিনা জানিনে।
জীবনের সফরে আমি খুজি নাক কোন ঘর
বাধিনাক কোন ভালবাসা মোর হৃদয়ের পর
ভালবাসি তোমায়,কোনদিন হয়নি বলা
জীবন ভর একলা পথ চলা।