রুবিনা আজ দেশে ফিরেছে,লাশ হয়ে
সব স্বপ্নকে কফিনে মুড়িয়ে,
রাষ্ট তাকে বাঁচাতে পারেনি ,
শেষ হল মুল্যহীন জীবনের করুণ কাহিনী।


মফঃস্বল থেকে শহরে এসেছিল রুবিনা
  কাজের আশায়,
গাঁ ছাড়ে সে অভাবের তাড়নায়,
রুপসার তীরে বাড়ি ছিল তার।
পাঁচ ভাই বোনের সংসার,
জুটত না দুবেলা পেটপুড়ে খাবার।
লেখাপড়াও খুব একটা এগোয়নি
কোন রকমে প্রাইমারী গন্ডিটা হয় পার,
শহরে এসে পোশাক শ্রমিকের কাজ করে।
কারখানাতেই একটা মেয়ের সাথে পরিচয় হয়,
সে নাকি বিদেশে যাবে, অনেক টাকা মাইনে পাবে,
রুবিনার ও সাধ হয় বিদেশ যাবার,
    ভালভাবে খেয়ে পড়ে বাঁচিবার।
থাকিবার ঘরখানা বেশ নড়বড়ে,
বৃষ্টি হলেই গড়গড়িয়ে পানি পড়ে।
অসুখ হলে কপালে ওষুধ জোটে না,
তাই ছোট ভাইটার রোগ ও সারে না,
ঘর বাড়ি ছেড়ে, অবশেষে
  শ্রমিক হয়ে পাড়ি জমায় প্রবাসে ।
বাসা বাড়িতে কাজ নেয়,
অনেক টাকা মাইনে পায়
দেশে টাকা পাঠায়,কিছু জমিজমা কেনা হয়।
চুক্তি শেষে কাজ নেয় নুতন জায়গায়,
কিছুদিন না যেতেই ঘটে সর্বনাশ।
রাত গভীরে গৃহকর্তার লাম্পট্যর শিকার।
অতিরিক্ত রক্তক্ষরনে সলিল সমাধি ঘটে রুবিনার জীবনে,
না পারেনি, রাষ্ট তাকে বাঁচাতে পারেনি,
শেষ হল মুল্যহীন জীবনের করুণ কাহিনী।