আমার নাম রাত্রি,তোমরা কি আমায় ভুলে গেছ?
কয়েক বছর আগে,সাভারে, রানাপ্লাজার বিল্ডিং এ
চাপা পড়েছিলাম
আমার মত আরও দেড় হাজার শ্রমিকের সাথে
সেদিন ছিল রুদ্র বৈশাখ।
হঠাৎ শুরু হয় ধ্বংসের প্রলয়,
সাত দিন সাত রাত জর্জরিত ক্ষুধায় পিপাসায়,
চোখের সামনে দেখেছি গলিত লাশের স্তুপ,
অতঃপর আমার জীবন চলে যায় মৃত্যুর শঙ্কারে।
রাষ্ট পারেনি আমাদের নিরাপত্তা দিতে,
নিশুতি রাতের বুকে আমাদের মত গলিত লাশের
     আত্মার আহাজারীতে কেঁদেছিল পৃথিবীর প্রান্তর
কাঁদেনি শুধু তোমাদের মত পুঁজিবাদী মহাজনের অন্তর।
অবশেষে আমাদের হাড় মাংস বুলডোজার দিয়ে
মাটির সাথে মিশিয়ে দিলে,
অথচ যাদের হাতের স্পর্শে রাষ্টের
      অর্থনীতির চাকা সচল
তাদেরকে পরাও তোমরা জুলুম আর
  বেঈনসাফির শিকল।
ছুঁড়ে ফেল তোমরা নির্মমতার পাহাড়ে,
এখনও তোমাদের কারখানায় শ্রমিক পুড়ে মরে,
পোড়া ছাইও মিশে যাবে পৃথিবীর পরে।
সেখান থেকে উদগত হবে এক নুতন প্রজন্ম,
তাদের বজ্রকন্ঠে উচ্চারিত হবে স্ফুলিঙ্গের শ্লোগান।
সাম্রাজ্যবাদী ভোগবাদী সমাজের সিঁড়ি ভেঙ্গে
নিপীড়িত জনতার অসংখ্য বিপ্লবে আবার,
পৃথিবীর বুকে রচিত হবে মুক্তির লাল ইশতেহার।