ব্যর্থ যদি হয়ে যায় আমার বেঁচে থাকার
রাজনীতির সকল প্রয়োজন,
স্ফুলিঙ্গ শ্লোগানে হোক দাবানলের মত
জ্বালাময়ী কথোপকথন।
ক্ষুব্ধ জনতা শাণিত দ্রোহে আজি উদ্দাম ভয়হারা
রক্তে রচিত হোক গণতন্ত্রের খসড়া।
ক্ষুধিত আমি পর্ণকুটীরে করি বাস
    দারিদ্রতা মোরে করে নিত্য উপহাস।
বক্ষে ধারণ করি আগ্নেয় ভিসুভিয়াস।
ফুটন্ত লাভার মত পুজ্ঞীভূত ক্ষোভের উচ্ছাস
আচমকা হবে হঠাৎ বিস্ফোরণ।
পুড়ে ছাড়খার হবে বিত্তবৈভবের সকল আয়োজন।
অত্যাচারীরা সাঙ্গ করিবে কালো মৃত্যূর অভিযান
এঁদো মাঠে থাকিবে পড়ে মোর মৃত্যূঞ্জয়ী প্রাণ।