নারী,তুমি কেঁদোনা,
যে তোমায় ছেড়ে চলে যেতে চায়
বৃথা তারে  বেঁধে রেখোনা।
জগত সংসারের বৈরী বাতাস বয়ে যায়
তোমার জীবনে।
তাই তোমার ঘরের সুখ চুরি হয়ে বসত করে
অন্যের উঠোনে।
তোমার জীবনের কথাগুলি আর লিখো না,
দুঃখের পংক্তিমালায়।
নদী যখন পার ভাঙ্গে, কত জনপদ
বিলীন হয়ে যায়।
মনটা যদি একবার ভেঙ্গে যায়, তাকে কি আর
জোড়া লাগানো যায়?
বিবর্ণ হয়ে ঝরে পড়ার পাতার শোক
কেউ বোঝে না।
জন্ম থেকে তোমার বেদনার মহাসমুদ্রের তল
কেউ খুঁজে পাবে না।
হয়ত বহুকাল নিঃসঙ্গতার চাদর জড়িয়ে
জীবনের পথে একলা চলা।
হঠাৎ কালবোশেখী ঝড়ের তান্ডবে উড়ে যেত যদি
তোমার সব অপমানের জ্বালা।
জল হাওয়ার সংসারে ক্ষয়ে শিড়দাঁড়া সোজা করে
জান তুমি নতুন করে বাঁচতে।
আটপৈারে জীবনের হিসেবে সন্তানকে মানুষ করে
পার তুমি নিজেকে আগলে রাখতে।