চিরদিনের মত একদিন ঘুমিয়ে পড়ব পৃথিবীর প্রান্তরে,
অঘ্রানের রাতে আকাশে তখন পূর্নশশী, জোৎস্নার ফুল ঝরে।
হিজল তমালের বনে আলো আধাঁরির ছায়ার খেলা
পাতায় পাতায় বসেছে জোনাকির মেলা।
কামিনী ফুলের গন্ধ বাতাসে আসে ভেসে,
শিউলি ঝরে পরে হেমন্তের শিশির ভেজা ঘাসে।
উত্তরী বায় জানান দেয় শীতের আগমনী বার্তা,
কুয়াশার চাদরে রহিবে ঢেকে রাত্রির নির্জনতা।
মাটির বুকে ঝরা পাতা গুলি পড়িবে ঝরে,
দূর আকাশে নক্ষত্রবিথী থাকবে জেগে অন্ধকারে।
কোলাহল তেমনি রবে নগর বন্দরে,
শুধু আমি একা শুয়ে নির্জন কবরে।