এ বসুমতী কোন ধর্ম বা জাতির নয়,
নিখিল বিশ্ব  সকল প্রাণের আশ্রয়।
এখানে কেন এত হত্যা, হানাহানি,
রক্তের অক্ষরে লেখা হয় কত জনপদের কাহিনী।


চলে ক্ষমতালোভীদের বোমাবাজি আর গোলাগুলি
ছড়িয়ে থাকে নর কঙ্কাল, মাথার খুলি,
ওরা হিংসুটে, উন্মত্ত উচ্ছৃঙ্খল সৈন্যদল
রক্ত স্নানে করিতেছে মহাকল্লোল।
দিক্ বিদিক মানুষ ছুটে চলে দেশ দেশান্তরে,
নিরাপদ আশ্রয়ের তাগিদে নিরুদ্দেশের অন্ধকারে
অসহায় মানবের নেই কোন মৌলিক অধিকার,
মিথ্যা আশ্বাসে ভরা শান্তির চার্টার।
এবার তোরা উঠরে জেগে আর্তপীড়িতের দল
ভেঙ্গে ফেল দুঃশাসনের সব শিকল।
আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মত বিকট বিস্ফোরণে
বিক্ষোভে পড় ফেটে বেঁচে থাকার গাত্রোত্থানে
কাপুরুষের মত নয়, রণাঙ্গনে বীরের মত লড়াই করে
সব অধিকার আদায় কর নিজের পরে।