আজকাল কষ্ট পেতে পেতে আমি বোধহীন
তাই আঘাত পেলে আর কষ্ট হয় না।
সারাটা  জীবনভর কষ্টের বিষ করেছি পান,
তাই আমি নীলকন্ঠী , যাতনার কেউটে
ছোবল দিলেও বিষ আমাকে স্পর্শ করে না।
নিজেকে কেন জানি জিন্দা লাশ মনে হয়,
তাই কবরের নির্জনতা খুঁজি রাত্রীর নিস্তব্ধতায়।
আগুনে পুড়ে খাঁটি সোনা হতে চেয়ে ছিলাম জীবনে
তাই আজও পুড়ে চলেছি শয়নে স্বপনে।
সুখের স্বাদ নিব বলে, ছিলাম দুঃখীর মিছিলের ভীড়ে
তাই দুঃখই হল সাথী সুখ গেল হারিয়ে ।
মুরুব্বীরা বলতো মেয়ে হয়ে জন্মেছ ত্যাগ করতে শেখো,
তাই ত্যাগ করতে করতে প্রাপ্তিটা পাওয়া হোল না ।
জীবনের পথ যতই থাক এবড়ো থেবড়ো কিংবা মরুভূমির বালিয়াড়ি।
তাই নিষ্ঠুর সমাজের সংসার সমুদ্রে
বাইছি আমার জীবনের তরী।