আমি ভীরু কাপুরুষ
তাই অযুত লক্ষ্য অন্যায় অবক্ষয়ের মাঝেও
প্রতিবাদের শ্লোগান কন্ঠে ধ্বনিত হয় না।
এতো গ্লানিতে অভিলাষী মন রয়েছে বেঁচে
হৃদয়ে দ্রোহের আগুন জ্বলে না।
দুর্নীতির শিকলে বাঁধা পদযুগল
তবুও  মুক্তি চাই না।
পথভ্রষ্ট পথিক হয়ে অন্ধকার ভবিষ্যতের পানে হাঁটছি
সঠিক পথের দিশা খুঁজি না।
উন্নয়নের আরশিতে বন্দী হয়ে
স্বৈরতন্রের অহম হারাতে চাই না।
বিবেক বর্জিত নর্দমার কীট হয়ে
যাপিত জীবনের কোনো অর্থ হয় না।