ভাল বাসিলাম যারে সে বুঝিলনা মন,
সব প্রেমে যে হয় না মিলন।
বিরহীনি প্রিয়ার চোখে ব্যাথার শ্রাবন,
কেমনে ভুলিলে বন্ধু প্রিয়তম।
চিরজনমের সাথী ভাবিনু যাহারে,
তার অবহেলায় নিজেরে ধিক্কারে,
তুমি অন্য ঘাটে কেমনে বাধিলে ঘর,
আমি প্রেমের অনলে পুড়িলাম জীবনভর।
পাতায় পাতায় পবনে মাতামাতি,
তোমারি তরে কাঁদিয়াছি বহু রাতি,
নিদ হারা মোর রাতের প্রহরগুলি,
দুঃসহ যন্ত্রনায় গিয়েছে চলি।
তোমারে ভালবেসে রচিঁয়াছি যত,
প্রণয়ের বানী শত শত,
ভাসিয়ে দিলাম বিরহের দরিয়ায়।
জানি,আমাদের হবে নাক
দেখা মিলনের আঙ্গিনায়।