দুনিয়াতে পাঠালেন প্রভু ইসলামের ফুল,
সেই ফুলের সুবাসে সবাই মশগুল।
পাপ বিদ্ধ পৃথিবী দেখিল আশার আলো,
সেই আলোতে মুছে গেল জগতের সব কালো।
বাগিচায় গাইছে পাখি তাওহিদের গান,
সেই গানের সুরে মোহিত  সারাজাহান।
সেই ফুলের নামটি মোহাম্মদ রাসুল(সা),
তারি লাগি ধরনী ছিল ব্যাকুল।
শাহাদাতের বানী ছিল তার মুখে,
বেহেশতী খুশবু ছড়াল মরুর বুকে।
জাহেলিয়াতের কালে হল তার আর্বিভাব,
দুনিয়ার সব অকল্যান হোক বরবাদ।
তায়েফে করা হল কত নির্যাতন,
শত্রুকে রাখিতেন বুকে করিয়া যতন।
সমগ্র মানব জাতির নেতা প্রভু বানাইছেন তাকে,
এত প্রিয় বান্দাকে আল্লাহ দোস্ত বলে ডাকে।
ইয়া নফসি বলে কাঁদিবে সবাই হাশরের ময়দানে,
ইয়া উম্মতি বলে রাসুল(সা) ডাকিবেন ক্ষনে ক্ষনে।
পাপের ভারে পাপী আমি গুনাহগার,
তারে ছাড়া কেমনে হব পুলসিরাত পার।
রোজকিয়ামতে পাই যেন আমি রাসুলের(সা)শাফায়াত।
তোমারি কাছে আল্লাহ করি এই মোনাজাত।