মেয়ে তোমার চোখে জল নেই কেন
কাঠিন্য ভরা তোমার দুচোখের দৃষ্টি
কি করে তাদের বলি,সারাজীবন ধরে এত কষ্ট
বয়ে চলি নিরবধি,দুচোখে যদি এত অশ্রু ঝরে
অন্ধ হয়ে যেতাম, কবে এই ধরনীর পরে
বক্ষে ধারন করি বেদনার মরুভুমি,
নারী হয়ে যাপিত জীবনের পথে একলা আমি।
একটা জীবনে কত দামে কেনা এই মায়ার সংসার
তবুও তা হয়না আমার,
সবার কথা ভাবতে গিয়ে
প্রয়োজনের কিস্তি দিতে দিতে
কখন যে শুন্য হয়ে যাই
ভালবাসাহীন জীবনের আমি একজন
নিঃসঙ্গ অধ্যায়ে প্রয়োজনের প্রিয়জন।