জীবন চলার পথের বাঁকে বাঁকে,
স্বার্থপর মানুষগুলো ওঁৎ পেতে থাকে।
স্বার্থের ঘুণ পোকা এদের মনের ভিতর বাস করে
ধীরে ধীরে মনুষ্যত্বকে কুড়ে খায়,
মানবতাকে নিঃশেষ করে দেয়।
বেইমানের রক্তবীজ প্রবাহমান ধমনি ও শিরায়।
কপটতার আশ্রয়ে সে হয়ত ক্ষণিক জিতে যায়।
আপন মানুষের স্বার্থপরতার অনলে পুড়ে যায় দেহ মন,
আপনার জগত খুঁজে নিয়ে সেথায় করি বিচরণ।
স্বার্থের কারনে ভালবাসা হারিয়ে যায়,
রক্তের বাধন ছিন্ন হয় স্বার্থের লালসায়।
কিছু মানুষ পৃথিবীতে ত্যাগের জন্য জন্মায়।
স্বার্থপর মানুষগুলোকে চেনা বড় দায়।
কখনও সে আপনার প্রিয়জন হয়ে যায়
প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ কারও নয়।
মানব ধামে এত হানাহানি সবি পড়ে রবে ,
একদিন সব কিছু ফেলে শুন্য হাতে সবাই চলে যাবে।