মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারের গৃহবধু,
নামটি তার সুনয়না।
নিত্য চলে সম্পর্কের টানাপোড়েনের যন্ত্রনা,
শাশুড়ী ননদিনী জা সবার সাথে মানিয়ে নেয়,
নাকি তাকে একাই মানিয়ে নিতে হয়।
পান থেকে চুন খসলে জোটে উপহাস।


অন্তপুরের সংকীর্নতায় সুনয়নাদের বাড়ে দীর্ঘশ্বাস
সম্পর্কগুলি অনেকটা বহ্নির মত,
যে অনল সব কিছু পুড়িয়ে দেয়
সেই আগুন অন্ধকারে আলো জ্বালায়।
পুরুষশাষিত সমাজে সংসারে শান্তির আশায়,
সুনয়নারা নিজের আমিত্বকে বিকিয়ে দেয়,
বাবার বাড়িতে যদি না থাকে সম্পদের ব্যাপ্তি,
শশুর বাড়িতে সুনয়নাদের থাকে না কোন প্রাপ্তি।
বিনা বেতনের ঝি চাকরের মত খাটে উদয়াস্তি।
সকালের বেড টি থেকে শুরু করে রাতের ঝুটা মাজা পর্যন্ত,
তারপরেও কথা শুনাতে কেউ করে না কার্পন্য,
জীবনের পরতে পরতে জমে থাকা অন্তপুরের বোবা যন্ত্রনা,
বাহিরের পৃথিবীর মানুষগুলো কখনও বুঝবেনা।
তোমাদের কাছে হয়ত ইহা দুঃখবিলাস,
কিন্তু নারীর জীবনে রঁচিত হয় বেদনার ইতিহাস।