জীবনের ক্যানভাসে রং তুলি দিয়ে
শৈশবের সোনালি ছবি রয়েছে আঁকা।
কতযুগ পর  বন্ধু তোদের সাথে
আবার যখন  হল দেখা।
হারিয়েগেলাম কৈশোরের দিনগুলিতে হায়
মন টা মোর যায় ছুটে হারানো ছেলেবেলায়।
মনে কি পড়ে ছেলেবেলার পুতুল বিয়ে খেলা,
কত আনন্দ কত খুনসুটিতে কেটে যেত বেলা।
ঝুম বৃষ্টিতে দল বেধে ভিজে ফিরতাম যখন বাড়ি
মায়ের বকুনিতে চোখেতে জল উঠিত ভরি।
ঝড়ের দিনে সাথীদের সাথে আম কুড়ানোর পালা
কোঁচর ভরে ফুল তুলে গাঁথিতাম কত মালা।
এমনি করে কত কথা মনে পড়ে যায়,
চড়ুইভাতি খেলতাম মোরা বটপাকুড়ের ছায়।
দল বেধে ঘুরতে যেতাম বৈশাখের মেলায়,
রংবেরংয়ের খেলনা কিনে চড়তাম নাগরদোলায়।
সবার আগে খুব সকালে স্কুলেতে যাওয়া,
ফাস্ট বেঞ্চে নিজে বসে বন্ধুর জায়গা রাখা।
মাঝে মাঝে দুষ্টমিতে স্যারের বকা খাওয়া
দুরন্তপনায় দিনগুলি মোর রয়েছে যে মাখা।