সংসার অচলায়তনের বৃত্তে,
চড়াই উৎড়াই পার হয়ে পৃথিবীর পথে
হেঁটে চলেছি,তোমার সহযাত্রী হয়ে।
কখনও তীব্র গতিতে ছুটেছি কখনও হোঁচট খেয়েছি
জীবনের দীর্ঘ পথপরিক্রমায়।
সুখ দুঃখ, আনন্দ বেদনায় সঙ্গী হয়েছি
সংসারের যাত্রাপালায়।
অভাবের দহনে পোড়া ঘরসংসার,
কত দিবস কত রজনী হল পার।
প্রণয়ের উষ্ণতায় বুকের গহীনে জমা,
অভিমানের বরফ গলেছে আবার।
ভালবাসার অববাহিকায় নিজেদের খুঁজে ফিরি বারবার।
অবয়বে ফুটে উঠে বয়সের বলিরেখা,
কালো কেশের আড়ালে শুভ্রতা,
যৌবনের উচ্ছলতা আজ আর নেই।
শরীরের দিনান্তের শেষে,
চাওয়া পাওয়ার হিসেবটা না হয় পড়ে থাক খেরোখাতায়।
বাকিটা জীবন বেঁচে থাকি মোরা
মায়ায় জড়ানো ভালবাসায়।