ফেলে আসা জীবনের হিসেব নিকেশ
পড়ে থাক সব খেরোখাতায়।
বসন্তের মাতাল হাওয়ায়, তুমি আমি
কাটাবো প্রণয়ের উষ্ণতায়।
আমার নির্মোহ জীবনের প্রতিদিনের হৃদস্পন্দন
বেঁচে থাক তোমার ভালবাসায়।
প্রণয়ের  কবিতাগুলি
অযুত লক্ষ বছর ধরে প্রাণ ফিরে পাক
অনন্ত সময়ের আঙ্গিনায়।
ঋতুরাজের আগমনী বার্তায়,ফাল্গুনের আলতো ছোঁয়ায়
শাখে শাখে কচি পাতা ছেয়ে যায়।


মাঘের কুহেলী সরে গিয়ে ঝরা পাতা
পড়ে থাকে পথের ধুলায়।
কন্টকিত পথ মাড়িয়ে,
আমৃত্যু ভালবাসা আগলে রাখবো আমরা দুজনায়।
মহাকালের দীর্ঘ পথপরিক্রমায়,
তোমার হাতটি ধরে হেঁটে যাব
ভালবাসায় মুড়িয়ে সময়।
প্রবাহমান জীবনের দোলাচলে কখনও যদি যাই হারিয়ে
খুঁজে নিও আমায় বসন্তবেলায়।