বুকের ভিতর বিরহের দাবানল ,
দু চোখে বর্ষার নোনা জল ,
হৃদয়ে প্রতিনিয়ত রক্তক্ষরন
কি অপরাধে মোর এই নির্বাসন।
সবুজের সমারোহে ফুলের সৌরভে বসন্তের আগমন,
পাখির কুজনে দখিনা বায় মন উচাটন,
বন্ধু কোন সুদূরে তোমার ঘর,
তোমার সাথে বাধিব পরান থাকিব জীবনভর ।
ঝুল বারান্দায় দোয়েল শিস দিয়ে যায়,
শ্বারদ প্রাতে শিউলি সুবাস ছড়ায়,
ঝরা বকুলের মালা গেথে রয়েছি তোমারি প্রতিক্ষায়।
এক আকাশ প্রেম রেখেছি তোমার জন্য
এক সাগর ভালবাসা নিয়ে আজ আমি পরিপূর্ন
বিশ্ব সংসারে তোমারে খুজিব জনম জনম
হৃদ মাঝারে বসত কর তুমি আমার একজন।


----- মাহাবুবা বিথী