আগুনে ছাই সখের বাজার-
স্বপ্ন পুড়লো, হাসি পুড়লো
সুখ পুড়লো ভুরি ভুরি
আসেননা ভাই টিভির পর্দায়
চা কফি খাই - টকশো করি।


কে লাগালো? কখন? কেনো?
অবিলম্বে জানতে হবে
কার ইশারায় এমন কান্ড?
প্রকাশ্যে তা আনতে হবে
সপ্তাহ খানেক দেখা যাবে
কর্তৃপক্ষের হুড়োহুড়ি -
আসেননা ভাই বাড়ি ঘেষে
বাড়ি বানাই - পুড়ে মরি।


যদু মদুর ফায়দা হবে
অষ্টরম্ভা ভুক্তভোগীর
ঘটার পরে টনক নড়বে
শুনবো বানী প্রতিশ্রুতির
তদন্ত কমিটি হবে
একটু খানিক ধৈর্য ধরি -
আসেননা ভাই আগুন লাগাই
পুড়ে মরার - রেকর্ড গড়ি।


দুদিন যেতেই ভুলে যাবেন
নতুন কোন ইস্যুর ভারে
রাখবে কে আর কদিন মনে
স্বপ্ন পোড়ার কান্নাটারে
আবার যেদিন লাগবে আগুন
উঠবো তখন নড়িচড়ি -
আসেননা ভাই আগুন ছাইয়ে
খাব বলে - আলু পুড়ি।।