আনন্দ!
সেতো সবার জীবনেই কম বেশি এসেছে,
পরীক্ষায় ভাল ফল, কারো কাছ থেকে পাওয়া উপহার,
পছন্দের জায়গায় বেড়াতে যাওয়ায় কতই না আনন্দ
কিন্ত সব আনন্দ ছাপিয়ে
অসীম এক আনন্দ ধরা দিয়েছিল সেদিন,
যেদিন দীর্ঘ অপেক্ষার পর
আমার একমাত্র সন্তান পৃথিবীতে এসেছিল।


খুব কাছের একজন ওকে নরম কাপড়ে জড়িয়ে
আমার হাতে তুলে দিয়েছিল
আমার আনন্দ! সে তো সেদিন বাঁধ ভেঙে
সীমানা অতিক্রম করেছিল।
আনন্দে চোখে জলও এসেগিয়েছিল সেদিন,
যাকে আনন্দ অশ্রু বলে।


দিন যায়, মাস যায়
আর ও একটু একটু করে বড় হতে থাকে
আমাকে নতুন নতুন চমক ও দিতে থাকে।
যেদিন ও প্রথম ওর কচি কোমল হাতে
আমার একটা আঙ্গুল ধরে ফেলেছিল
আর আমার চোখের দিকে তাকিয়ে
হাত পা ছুড়ে ছুড়ে আনন্দ করছিল,
একাকার হয়ে গিয়েছিলাম ওর সাথে, শরীরে-মনে,
সে আনন্দ প্রকাশের আজও কোন ভাষা আবিষ্কৃত হয়নি।


ও যেদিন অস্পষ্ট শব্দে বাবা ডেকেছিল
আনন্দ এসেছিল আমার কাছে নতুন রুপে
এখন ও অনেক কথা বলে,
আমার আঙ্গুল ধরে রাস্তায় হাটে
আর আমাকে প্রতি মুহুর্তে মনে করিয়ে দেয়
ও ই আমার কাছে সব চেয়ে আনন্দের।