দুঃখ দিতে যে যা ই বল
দুঃখ তাতে পাইনা মোটে
যাইনা থেমে আপন পথে
বুদ্ধিহীনের কথার চোটে।


বাঁকা পথে চলতে শিখি
শুনি যখন বাঁকা কথা
যাইনা বেঁকে কথার চাপে
মুখ খুলিনা যথা তথা।
আশায় থাকি মেঘর পরে
আবার যদি সূর্য ওঠে,
দুঃখ দিতে যে যাই বল
দুঃখ তাতে পাইনা মোটে।


নিন্দা করে আনন্দ পাও
শুনে হতাশ হইনা তাতে
নির্বোধেরা যা বলে তা
শুনতে আবার কে কান পাতে।
বলে মানুষ ততটুকুই
যতটুকু থাকে ঘটে,
দুঃখ দিতে যে যাই বল
দুঃখ তাতে পাইনা মোটে।