যদি ....
"ফ" টাকে বলি কিছু
"শ" এর জ্বলে-
তবে কি তাদের মধ্যে
কিছু একটা চলে?


"ম" বলে চলে মানে!
খুব খুব চলে-
প্রকাশ্যে নয় যে এ
চলে তলে তলে।


"ফ" এর চরিত্রে
"ল" আছে বেশ
"ফ" ভাবে "শ" এক
মিঠে সন্দেশ।


"ফ" নয় খাসা মোটে
বাকিরা তা জানে
"শ" সে তো খাদে পড়ে
নাচে অজ্ঞানে।


তলে তলে আর কত?
এভাবে কি চলে?
ক চ ট ত বলে ওরা
যাবে রসাতলে।