ঘুষ খাওয়া!
সে জঘন্য কাজ, ও আমার দ্বারা হয়না।
আমি  ভাই সৎ মানুষের দলে
কোন রকম টেনে টুনে সংসার আমার চলে।


জানি বলবেন;
কেমন করে কত টাকায়, রাজধানী এই শহর ঢাকায়
কিনেছিলাম বাড়িটা!
কোথায় পেলাম নিউ মডেলের
চার চাকার এই গাড়িটা।


আরে ভাই;
কি আর করি বলুন, লোকে এসব দেয়,
আর আমার মত ছা পোষারা, বা হাত পেতে নেয়।
দিচ্ছে, নিচ্ছে দিব্যি চলছে
কেউ তো কিছু কয় না?
তবে ঘুষ খাওয়া!
সে জঘন্য কাজ, ও আমার দ্বারা হয়না।


আরে ভাই!
এসব পরোপকার, অযথা ভুল বোঝেন
আটকে গেলে ছাড়িয়ে দেই, বিনিময়ে দু’পয়সা নেই
অকারণে ঈর্ষা করে দোষ কেন ভাই খোজেন?


ঘুষ খেয়েছি!
এমন কথা নিন্দুকেরাই বলে
বলুন দাদা, বলুন দেখি, কথার ছিরি দেখুন একি!
মান হানিকর এমন শব্দ
এই যুগে কি চলে?


এখন দেয়া নেয়ার যুগ, যে যেভাবে পারে
অযথা ভাই বিছছিরি এক দোষ দিয়েছেন ঘাড়ে।
অকারণে ভুল অভিযোগ আমার ধাতে সয়না।
ঘুষ খাওয়া!
সে জঘন্য কাজ, ও আমার দ্বারা হয়না।


কি আর আছে ভাই!
উত্তরাতে পাঁচ কাঠা, তো বনানীতে নাই
বহু কষ্টে শৃষ্টে শেষে নবম তলা ওকে
আটকে আছে দশম তলা
বিনিদ্র তার শোকে


যদি - কারো সেবায় দু’পয়সা পাই, দশের টানব ইতি
এমন করেই চলছে সবার, এটাই এখন রীতি।
ওই সেবা করেই দু’পয়সা পাই, এমনি তো কেউ দেয়না;
ঘুষ খাওয়া!
সে জঘন্য কাজ, ও আমার দ্বারা হয়না।


             ---সমাপ্ত---