জিগাইছিলাম কালারে
সত্যি আমায় ভালোবাসিস?
নাকি মন ভোলাতে কাছে আসিস?


কালায় কইলো--
আমার চোখে চোখ রেখেছিস?
বলনা; তুই কি দেখেছিস?


আমি দেখলাম--
সে যে কি এক মধুর ভাষায়!
কত্ত কথা কইতেছে যে-
পেম ভেজানো পাগলা নেশায়!


প্রতি শব্দে প্রতি বাক্যে-
আমিই যে কেবল আছি
কালা কইলো ওরে আমি
তোর জন্যেই মরি-বাঁচি।


আমিও তাই ঠিক করেছি
এবার কওয়ার পালারে--
আমি কালারেই বাসুম ভালো
কালায় বড়ই ভালারে!