ঘরের বাইরে যাসনে খুকি
ওখানে যে পুরুষ থাকে,
হামলে ধরে খামচে দেবে
সুযোগ পেলেই যাকে তাকে।


ঐ পুরুষের নখের থাবায়
পঁচন ধরে দেহে-মনে
দেহের পঁচন সারেও যদি
মনের পচন রয় গোপনে
রয়ে রয়ে জ্বলতে থাকে
সেই জ্বালা তুই বলবি কাকে?
ঘরের বাইরে যাসনে খুকি
ওখানে যে পুরুষ থাকে।।


ঘর শুধু তোর, বাহিরটা নয়
ও পুরুষের দখলদারী
যাসনে সেথায়, কির আর হবে!
ঘরেই না হয় মাজবি হাড়ি,
ঘরে থাকার কষ্ট গুলো
ইচ্ছে হলে বলিস মাকে,
ঘরের বাইরে যাসনে খুকি
ওখানে যে পুরুষ থাকে।।


পুরুষ যেদিন বাবা হবে
বন্ধু হবে, হবে ভাই
সেদিন না হয় বাইরে যাবি
তখন মায়ের নিষেধ নাই,
নিজে নিজেই ইচ্ছেমত
দেখিস ঘুরে জগতটাকে,
ঘরের বাইরে যাসনে খুকি
ওখানে যে পুরুষ থাকে।।