তুমি যখন কথা বলো - কথাই তোমার কবিতা হয়
আর সেই কবিতা লিখে রাখি
আমি আমার মনের খাতায়।


আমার ইচ্ছে হলে পড়ি
আমি সেই কবিতায় তোমায় খুঁজি
দৃশ্যায়নে তোমায় নিয়ে কল্প জগৎ গড়ি
কবিতা শেষ - তবু যে তার সারাদিনই রেশ রয়ে যায়
তুমি যখন কথা বলো - কথাই তোমার কবিতা হয়।


তুমি যখন কথা বলো - কথায় তোমার যাদু থাকে
তোমার কথার যাদু আমায় মোহাচ্ছন্ন করো রাখে
হাওয়ায় হাওয়ায় ভেসে ভেসে
কথা যেন সুর হয়ে বয়।
তুমি যখন কথা বলো - কথাই তোমার কবিতা হয়।


তুমি যখন কথা বলো - কথা নয় সে কথা মালা
কথা শেষে কথার ক্ষুধায় হারাই কথা বলার পালা
কথা শোনার ব্যাকুলতায়
মুগ্ধ এ মন কান পেতে রয়।
তুমি যখন কথা বলো - কথাই তোমার কবিতা হয়।


তুমি যখন কথা বলো - না বলা সব কথা থাকে
তোমার কথার মায়াজালে হারাই আমি কথার বাকে
ভাল লাগার - ভালবাসার
কথা বুঝি এমনই হয়!
তুমি যখন কথা বলো - কথাই তোমার কবিতা হয়।।