মুখে বল আমিই সব
আমিই তোমার স্বপ্ন, এই শূন্যে জলে স্থলে
অথচ আমি দেখি আমায় ছাড়া
দিব্যি তোমার চলে।


হাসি মাখা ঠোটের পিছে
কি লুকিয়ে রাখো?
আমার দেয়া রং তুলিতে
কার ছবিটা আঁকো?
বলেছিলে বাধবে আমায়
তোমারি অঞ্চলে।
অথচ আমি দেখি আমায় ছাড়া
দিব্যি তোমার চলে।


রাত্রি নিঝুম বেলায় তুমি
কার কবিতা পড়?
মেঘের ভেলায় ভাসতে তুমি
হাত খানি কার ধরো?
বলতে যে নিঃশ্ব তুমি
আমার কিছু হলে।
অথচ আমি দেখি আমায় ছাড়া
দিব্যি তোমার চলে।